Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পুইছড়ি
বিস্তারিত

সংক্ষিপ্ত বর্ণনাঃ

চট্টগাম জেলার বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামে এই কলেজ অবস্থিত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই কলেজের বি,এস খতিয়ান ১১৫৪ ও ১১৬৬। হোল্ডিং নম্বর ১১৬০ ও ১১৪৮। এতে এল আকৃতির দ্বিতল একটি ভবন। শিক্ষকদের জন্য একটি ড্রমেটরি ও একটি খেলার মাঠ আছে।

 

প্রতিষ্ঠাকালঃ

০১/০১/২০০৭ইং।

 

ইতিহাসঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার নাপোড়া গ্রামের ন্যায় পিছিয়ে পড়া অঞ্চলকে শিক্ষার আলোয় সামনের দিকে এগিয়ে নিতে ২০০৭ সালে মাস্টার নজির আহমদ ও তাঁর পরিবার প্রতিষ্ঠা করেন আধুনিক সুযোগ সুবিধা মন্ডলিত মাস্টার নজির আহমদ কলেজ।এই কলেজের প্রতিষ্ঠাতাবৃন্দ হলেন

১।  জনাব আলহাজ্ব মাস্টার নজির আহমদ

২।  জনাব আলহাজ্ব শফিকুর রহমান

৩।  জনাব আলহাজ্ব মফিজুর রহমান

৪।  জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান

৫।  জনাব আলহাজ্ব আজিজুর রহমান

৬।  জনাব আলহাজ্ব মুজিবুর রহমান(সি,আই,পি)

৭।  জনাব মাহফুজুর রহমান

৮।  জনাব তারেকুর রহমান

৯।  জনাবা মোতাহেরা বেগম

১০। জনাবা রহিমা বেগম

১১। জনাবা মরিয়ম বেগম।

বর্তমানে অধ্যক্ষ হিসাবেকর্মরত আছেন জনাব প্রফেসর শামসুদ্দিন আহমেদ।