পুইছড়ি ইউনিয়নের ২০২০ বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে বিশেষ করে পশ্চিম পুইছড়ি, দক্ষিণ পুইছড়ি ও মধ্যম পুইছড়ি এলাকায় প্রতি ৪০শতক জমিতে গড়ে ৪৫মণ ধান উৎপাদন হয়েছে। করোনা দুর্যোগের সময়ে বোরো ধানের বাম্পার ফলনে স্থানীয় কৃষকগণ আনন্দে আত্মতৃপ্ত। পশ্চিম পুইছড়ি বোরো চাষের উদ্যোক্তা ৩০একর পরিত্যক্ত লবনাক্ত জমিতে ভুগর্ভস্থ পানি দ্বারা ধান উৎপাদনকারী জনাব শিহাব মিয়া বলেন, আমি স্থানীয় পুকুর, জলাশয় এবং ভুগর্ভস্থ পানি দ্বারা অত্র পরিত্যাক্ত লবনাক্ত জমিতে লবন ও খরা সহনীয় উন্নত জাতের ধান বীজের মাধ্যমে প্রায় ৩০০০ (তিন হাজার) মণ ধান উৎপাদন করতে পেরে আমি খুবই আনন্দিত এ বিষয়ে লবনাক্ত ও খরা সহনীয় উন্নত ধান বীজ উদ্ভাবনকারী কৃষি গবেষকগণকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এধরণের খাদ্য উৎপাদন এলাকার খাদ্য সংকট মোকাবেলায় অত্যান্ত সহায়ক হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস